প্রতিদিনের সংবাদ ডেস্ক
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় কোর্সটি বাস্তবায়ন করবে স্থানীয় প্রতিষ্ঠান ইকম ডিজিটাল টেকনলোজি। বুধবার (১০ জুলাই) সকালের দিকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তফা কামাল। উদ্বোধনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।
ভবন উদ্বোধন
নাটোর প্রতিনিধি
নাটোরে একটি উচ্চবিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভিতের এক তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সদরের কাফুরিয়া ইউনিয়নের কসবা উচ্চবিদ্যালয়ে ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত এই ভবনের উদ্বোধন করেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ কুমার দাশসহ অন্যরা। এর আগে আব্দুল হামিদ সড়কের উদ্বোধন করা হয়।
১৭ বছর কারাদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে অস্ত্র মামলায় আলমগীর হোসেন নামের ব্যক্তিকে দুটি ধারায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি আলমগীর সদর উপজেলার বড় মান্দার বাড়িয়া গ্রামের বাসিন্দা। জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি জব্দ করে। এ ঘটনায় এসআই ব্রজবল্লভ সাধু পর দিন সদর থানায় মামলা করেন।
বৃক্ষ রোপণ
কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ‘কালিগঞ্জ মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ ২০২৪’ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস চত্ত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু করে সংগঠনটি। পরে পৌরসভা চত্ত্বর ও কালীগঞ্জ থানা চত্ত্বরসহ শহরের বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক গাছের চারা রোপন কার হয়। বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমসহ অন্যরা।
অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
শাহজাদপুর প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে ওয়ান শুটার গান জব্দসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ভোরের দিকে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তর পাড়ায় অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার যুবক মো. মামুন প্রামানিক (২৮) উল্লাপাড়া থানার লাহিড়ি মোহনপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলা হয়েছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া মামুনের বিরুদ্ধে শাহজাদপুরসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক, অস্ত্রসহ বহু মামলা রয়েছে বলে জানান ওসি।
চারা বিতরণ
কলারোয়া প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ১৫ হাজার ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বুধবার সকালের দিকে কলারোয়া সরকারি কলেজ চত্বরে নারিকেল গাছ রোপণ করে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। বিতরণে কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম আনোয়ারুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পিডিএস/আরডি