সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
সরকারি অফিসে রাজনৈতিক কর্মকাণ্ড নয়
মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, উপজেলা পরিষদ সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে সরকারের যে নিয়মনীতি ও পলিসি আছে তার বাইরে কোনো কিছু হওয়ার অবকাশ নেই। সরকারি প্রতিষ্ঠান বিধায় এখানে কোনো ধরনের রাজনৈতিক মিটিং, রাজনৈতিক কর্মকাণ্ড হবে না বলে আমি আশা করি।
মঙ্গলবার সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সাটুরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শাহজাহান আলী সাজু।
জাহিদ মালেক বলেন, মানুষ যাতে ভালো সেবা পায়, ভালো ব্যবহার পায় সে দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। সরকারি কর্মকর্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধি মানুষ যেন আপনাদের আচরণে খুশি হয়। পাবলিকের ট্যাক্সের টাকায় সরকার চলে, আপনাদের বেতন ভাতা হয়, দেশের উন্নয়ন হয়, রাস্তাঘাট হয়, ব্রিজ হয়, হাসপাতাল চলে স্কুল চলে। কাজেই জনগণের স্বার্থ সবার ওপরে, দেশের স্বার্থ সবার ওপরে। এটা শুধু কথার কথা না বিশ্বাস করতে হবে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার, সাটুরিয়া থানার ওসি মাহবুব আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তারসহ প্রমুখ।