প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ জুলাই, ২০২৪

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

ছবি: প্রতীকি

দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে পানি উৎপাদন করার অপরাধে বাগেরহাটে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। রবিবার (৭ জুলাই) দুপুরের দিকে শহরের বাসাবাটি এলাকায় অভিযান চালিয়ে খান জাহান আলী পিওর ড্রকিং ওয়াটারকে ১৫ হাজার টাকা এবং একই সময়ে শহরের নূর মসজিদ এলাকায় জনৈক মো. হুসাইনকে মেয়াদউত্তীর্ণ ও তারিখ ছাড়া আইসক্রিম বিক্রয়ের অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।

সচেতনতামূলক কর্মশালা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে বাংলাদেশ পালিক প্রকিউরমেন্ট অথরিটির কার্যাবলী এবং ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা হয়েছে। বাংলাদেশ পালিক প্রকিউরমেন্ট অথরিটি ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ সেন্টার ফর কমিউিনিশন প্রোগ্রামস এর সহযোগিতায় রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিপিএ, আইএমইডি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মাদ নাছিমুর রহমান শরীফ।

রথযাত্রা শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়েছে। সনাতন ধর্মীয় রীতিতে রবিবার দুপুরের দিকে আনন্দমুখর পরিবেশে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ী কালিমন্দিরের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের শত শত নারী-পুরুষ অংশ নেন। সাতদিন পর আগামী ১৫ জুলাই বিকেলের দিকে জগন্নাথদেবের উল্টো শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে এই রথ উৎসব। রথযাত্রার উদ্বোধন করেন মানিকগঞ্জ পৌর সভার মেয়র রমজান আলী।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু দুই

কসবা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্রেন চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাইর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন চট্রগ্রামের সীতাকুণ্ড এলাকার জাহানাবাদ গ্রামের সামছুল হকের ছেলে পারভেজ মিয়া (৩০) ও একই থানার জুটমিল এলাকার বাবুল মিয়ার ছেলে বাপ্পী (২৬)। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে কসবা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কসবা থানার ওসি রাজু আহমেদ।

মতবিনিময় সভা

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় শ্রেণিকক্ষে ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদান, পাশাপাশি শিশুদের মানসিক বিকাশেও পর্যাপ্ত সুযোগ দেওয়া, নিয়মিতভাবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের গল্প, আবৃত্তি, ছবি আঁকা, গান, নাচ, অভিনয়সহ নানা সাংস্কৃতিক কর্মকান্ড চর্চার সুযোগ দিতে শিক্ষকদের করণীয় সম্পর্কে এক মতবিনিময় সভা হয়েছে। উপজেলার অডিটোরিয়ামে রবিবার বিকেল ৩টার দিকে সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার রাজবংশী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

ত্রাণ বিতরণ

তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৬ জুলাই) দিনব্যাপি উপজেলার ৭টি ইউনিয়নের ৫ হাজার বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার বিতরণকালে বক্তব্য দিয়েছিলেন। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মুর্তজাসহ অন্যরা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close