কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুমারখালীতে শতবর্ষী বসতভিটা রক্ষায় রাস্তায় দাঁড়াল বাগদিরা

কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন বুজরুক দূর্গাপুর এলাকার ৭০টি বাগদি পরিবারকে পূর্বপুরুষের বসতবাড়ি উচ্ছেদ চেষ্টার অভিযোগ উঠেছে। এতে জড়িতদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগীরা।
রবিবার (৭ জুলাই) সকালে বাগদি সম্প্রদায় ও ভূমিহীন সংগঠন ‘নিজেরা করি’ এর আয়োজনে উপজেলার বাসস্ট্যান্ডে এই মানববন্ধন হয়। পরে বাগদি সম্প্রদায়ের সম্পত্তি রক্ষায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাকের কাছে দেওয়া হয়।
অন্তত দেড়শ বছরের আবাসস্থল থেকে বাগদি সম্প্রদায়কে উচ্ছেদের পরিকল্পনাকারী হিসেবে কুমারখালী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক তুহিন বিশ্বাসকে অভিযোগ করা হয়। তবে অভিযোগের ব্যাপারে জানতে তুহিন বিশ্বাসের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি।
মানবন্ধন থেকে প্রভাষক তুহিন বিশ্বাসের বিচার দাবি করে বক্তারা বলেন, হাইকোর্টে স্থিতিবস্থা থাকলেও ২০২০ সাল থেকে তুহিন বিশ্বাস তাদের সম্পত্তি দখলের পাঁয়তারা করছেন। এর প্রতিবাদে এর আগে একাধিকবার তার বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে। তিনি আবার নতুন করে বাগদি সম্প্রদায়ের সম্পত্তির ওপর সাইনবোর্ড পুঁতে বাড়িঘর ভেঙে উঠে যাবার হুমকি দিচ্ছেন বলেও জানান তারা।
মানববন্ধনে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, নিজেরা করি-এর বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার, অঞ্চল সমন্বয়ক তাসলিমা আক্তারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পিডিএস/আরডি