মেহেদী হাসান মামুন তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
বর্ষায় শীতের সবজি চাষ, দামে খুশি কৃষক
এ বছর প্রথমবারের মতো ভোলার তজুমদ্দিনে মাচা পদ্ধতিতে বর্ষায় শীতের সবজি লাউ চাষ করে বাজিমাত করেছেন তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের কৃষক সিরাজ মহাজন। ভোলা সহ বিভিন্ন জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় তজুমদ্দিন উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে রাস্তা ও পুকুর পাড়ের অনাবাদি জায়গাসহ নিজ বসতবাড়ির প্রায় ৫০ শতাংশ জায়গায় মার্টিনা সুপার, গ্রীন ম্যাজিক ও লিডার এই তিন জাতের হাইব্রিড লাউ চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন তিনি।
কৃষক সিরাজ জানান,শীত কালে লাউয়ের ফলন মোটামুটি ভালো হলেও দাম ভালো পাইনি। তাই এবছর উপজেলা কৃষি অফিসারের পরামর্শে ও সহযোগিতায় বর্ষাকালীন লাউ চাষ করেছি। এখন আমার লাউয়ের মাঁচায় শতশত লাউ ধরেছে এবং আমি একেকটা লাউ ৭০/৮০ টাকায় বিক্রি করতেছি। আশা করি ১ লাখ টাকার উপরে লাউ বিক্রি করতে পারবো।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা জানান, বর্ষাকালীন লাউ চাষ অত্যন্ত লাভজনক। কৃষক সিরাজ সাহেবের মতো আরো কৃষক যাতে অমৌসুমের লাউ সহ উচ্চমূল্যের ফসল চাষ করে সাবলম্বী হতে পারে সে ব্যাপারে আমরা প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা আরো বৃদ্ধি করবো। বর্ষাকালীন লাউয়ের বাম্পার ফলনে এলাকায় ব্যাপক সাঁড়া পড়েছে এবং প্রতিদিন অনেক কৃষক ও দর্শনার্থী তার বাড়িতে আসছেন নিজ চোখে দেখার জন্য।