বেলাব (নরসিংদী) প্রতিনিধি
বেলাবোতে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬
নরসিংদীর বেলাবোতে বিটুমিন তেল উৎপাদনকারী চায়না কারখানায় বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুত্বর হয়ে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
গত শুক্রবার উপজেলার দুলালকান্দি এলাকার চায়না ইন্টান্যাশনাল ট্রেড্রিং কারখানাটিতে এ ঘটনা ঘটে।
কারখানাটির কর্মকর্তা সাজ্জাত হোসেন সৌরভ জানান, কারখানাটিতে বিটুমিন তৈরি করা হয়। ধারণা করা হচ্ছে দার্য্য পদার্থ থেকে আগুন লেগেছে। শুক্রবার কারখানাটিতে ভারী মেশিনারীজ সরানোর জন্য একটি ক্রেন বসানো হয়েছিল। ক্রেনটি বসানোর জন্য ওয়েলডিং মেশিন দিয়ে জ্বালাইয়ের সময় আগুনের একটি ফুলকি থেকে ভাসমান অবস্থায় আগুন লাগে। পরে তা বয়লারে ছড়িয়ে পড়ে। এ সময় বয়লারের সমনে থাকা কর্মরত ৬ জন শ্রমিক আগুনে দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ৬ জনের মধ্যে মাসুদ নামে একজনের দুই হাত পিঠ ও পেটের অংশ দগ্ধ হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও তার অবস্থা আশঙ্কাজনক।
বেলাবো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, দুলালকান্দি এলাকায় চায়না কারখানায় বিস্ফোরন হয়েছে বিষয়টা পরে জানতে পারি। ঘটনার পরপরই তারা তাদের নিজ উদ্যোগে আহতদের উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হবে।