দোহার (ঢাকা) প্রতিনিধি

  ২১ জুন, ২০২৪

দোহারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ছবি: সংগৃহীত

ঢাকার দোহারে নয়ন বেপারী (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুন) সকালে দোহার পৌর এলাকার বটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নয়ন উপজেলার বটিয়া গ্রামের জয়নাল বেপারীর ছেলে।

নিহতের মা রাহিমা বেগম জানান, সকালে তিনি দেখতে পান ঘরের আঁড়ার সঙ্গে নয়ন মাফলার পেঁচানো অবস্থায় ঝুলে আছে। কিছুদিন আগে ছেলের বউ অন্য লোকের সঙ্গে চলে যাওয়ায় সে আত্মহত্যা করেছে।

দোহার থানার ওসি হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা,দোহার,ঝুলন্ত মরদেহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close