শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
১১ জুন, ২০২৪
শাহরাস্তিতে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার ৪
চাঁদপুরের শাহরাস্তিতে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ওইদিন তার দিক-নিদের্শনায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এতে এসআই মহসীন ভূঁইয়ার নেতৃত্বে ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টামটা উত্তর ইউপির পরানপুরের জুয়েল (২৮), হোসেনপুরের ইমান (৩২), কচুয়ার আশরাফপুর নতুন বাজার দিঘীরপাড়ের বাপ্পি (২৩) হোসেনপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, অন্য এক মামলায় এসআই আতোয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দইকামতার শাহাদাতকে (৩২) গ্রেপ্তার করা হয়।
পিডিএস/জেডকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন