শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
নির্বাচনী সহিংসতা
শৈলকুপায় পরাজিত প্রার্থীর দুই সমর্থককে পিটিয়ে জখম
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত প্রার্থীর দুই সমর্থককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। রবিবার (৯ জুন) সকালে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী সেতু এলাকায় এ ঘটনা ঘটে। এতে উত্তপ্ত হয়ে উঠেছে ওই এলাকা।
মারধরে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার মাজদিয়া গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক আবু দাউদ (৪০) ও কুশবাড়িয়া গ্রামের মাসুদ মন্ডল (৪৫)। তারা উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থক বলে জানা গেছে।
পুলিশ জানান, চলতি বছরের ২১ মে শৈলকুপা উপজেলা পরিষদ পরিষদের ভোট হয়। এতে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আরিফ রেজা মুন্নুর সমর্থক মোস্তাফিজুর রহমান মোস্তাক শিকদার এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাসের মধ্যে নির্বাচন নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে রবিবার সকালে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার সকালে কর্মস্থলে যাচ্ছিলেন মাজদিয়া গ্রামের সামাজিক মাতব্বর আবু দাউদ মাস্টার। পথে বন্দেখালী সেতু এলাকায় তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে হাতুড়ি ও দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা চালিয়ে জখম করে বিজয়ী প্রার্থীর সমর্থকেরা। একই দিন সকালে মোটরসাইকেলে লাঙ্গলবাঁধ বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে বন্দেখালী সেতু এলাকায় পৌঁছালে মাসুদ মন্ডলকে হামলা চালিয়ে জখম করা হয়।
স্থানীয় বাসিন্দা ফরিদ হোসেন বলেন, বন্দেখালী সেতুর কাছ দিয়ে লাঙ্গলবাঁধ বাজারে যেতে বিভিন্নধরনের বাঁধার সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন সময় যানবাহন থামিয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালানোসহ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছেন বিজয়ী প্রার্থীর সমর্থকেরা।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস বলেন,‘ দাউদ ও মাসুদ আমার সমর্থক। উপজেলা নির্বাচনে দোয়াত-কলম মার্কার পক্ষে কাজ করার কারণে বন্দেখালী সেতুতে তাদের একা পেয়ে মোটরসাইকেল মার্কার সমর্থক মোস্তাক শিকদারের লোকেরা হত্যার চেষ্টা করে।’ তাদের ভয়ে শতাধিক আওয়ামী লীগ কর্মী বাড়িছাড়া রয়েছে।
মোস্তাফিজুর রহমান মোস্তাক শিকদার বলেন, ‘তারাই আমার কর্মীদের ওপর হামলা করছে।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী জানান, ওই এলাকায় উত্তেজনা থামাতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
পিডিএস/আরডি