নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

  ০৯ জুন, ২০২৪

নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি হত্যা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ জুন) সকালের দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের ধামদরদী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নিহত গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার পরিবার। এছাড়া ঘটনার পর থেকে নিহতের স্বামী গা ঢাকা দিয়েছেন বলে জানা যায়।

নিহত গৃহবধূর নাম সামিরা (১৯)। তিনি উপজেলার চরযশোরদী ইউনিয়নের ধামদরদী গ্রামের কাওছার শেখের (২৪) স্ত্রী এবং ভাংগা উপজেলার তারাইল গ্রামের আদম শেখের মেয়ে।

কাওছার শেখ এর বড় ভাবি জাহানারা বলেন, সকালে কাওছার চিৎকার দিলে তারা ঘুম থেকে জেগে দেখেন কাওছারের বউ বারান্দার চালের বাতার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। এছাড়া প্রেমের সম্পর্ক করে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা স্বামী-স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া হতো।

কাওছার শেখের মা জিন্না বেগম বলেন, ‘রাতে কি হয়েছে তা কিছুই জানি না বাপু।’

গৃহবধু সামিরার খালু সোহাগ মীর বলেন, ‘ওরা সামিরাকে মেরে ঝুলিয়ে রাখছে। সে আত্মহত্যা করতে পারে না।’

জানতে চেয়ে কাওছার শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানা যায়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর,নগরকান্দা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close