বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

  ০৯ জুন, ২০২৪

নাটোরের বড়াইগ্রাম

মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকের ৪ গরু লুট, আটক ২

ছবি: প্রতীকি

নাটোরের বড়াইগ্রামে মধ্যরাতে মহাসড়কে গরুবাহী ট্রাক ব্যারিকেড দিয়ে ৪ গরু লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এ সময় ডাকাতদলের মারপিটে গরু ব্যবসায়ী আহত হয়। শনিবার (৮ জুন) রাত দেড়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মাঝগাঁও সূতিরপার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকের চালক ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ।

আহত ব্যবসায়ীর নাম দবির উদ্দিন প্রামানিক (৫৬)। তিনি পাবনা ঈশ্বরদীর সারিকাজি গ্রামের মৃত সিরাজ উদ্দিন প্রামানিকের ছেলে। আটক ট্রাকের চালক পাবনার চাটমোহর উপজেলা মথুরাপুর গ্রামের আবদুল আলীম (৩২) ও চালকের সহকারী পাশ^বর্তী আনকুটিয়া গ্রামের স্বাধীন হোসেন (২০)।

গরু ব্যবসায়ী দবির উদ্দিন জানান, শনিবার বিকেলে তিনি বড়াইগ্রামের রাজাপুর বাজারের শাজাহান কবিরের ৪টি গরু কোরবানির বাজারে বিক্রি করার জন্য ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মাঝগাঁও সূতিরপার এলাকায় পৌঁছালে অপর একটি খালি ট্রাক সামনে এসে ব্যারিকেড দেয়। কিছু বুঝে উঠার আগেই ডাকাত দলের সদস্যরা তার চোখে শুকনা মরিচের গুঁড়া দিয়ে মারপিট করে এবং তাকে গাছের সঙ্গে বেঁধে পিস্তল ধরে রাখে।

পরবর্তীতে ডাকাতদল ১০ মিনিটের মধ্যেই সবগুলো গরু তাদের নিজেদের ট্রাকে উঠিয়ে দ্রুত চলে যায়। প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে বাঁধন খুলে পাশের বাড়িতে গিয়ে থানা পুলিশকে জানান তিনি। খবর পেয়ে থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

দবির উদ্দিন আরো জানান, তার ভাড়া করা ট্রাকের চালক ও সহকারী এ ঘটনার সঙ্গে জড়িত। কেন না, তারা ট্রাক থামিয়ে দূরে দাঁড়িয়ে ছিলেন বলে জানান তিনি।

ওই গরুগুলোর মালিক শাজাহান কবির জানান, লুট হওয়া ৪টি গরুর বাজার মূল্য কমপক্ষে ৭ লাখ টাকা।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন জানান, চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাতদলের ব্যবহৃত ট্রাক চিহ্নিত ও গরুগুলো উদ্ধারে অভিযান চলছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাটোর,বড়াইগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close