সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৯ জুন, ২০২৪

ঈদকে সামনে রেখে বেড়েছে মসলার দাম 

ছবি: প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জে কোরবানি ঈদকে সামনে রেখে প্রতিটি মসলার দাম বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। সিরাজগঞ্জের পৌরসভাধীন বড় বাজার, নাসিম পৌর কাচাবাজার, স্টেশন বাজার, বউ বাজার, বাহিরগোলা গুড়ের বাজার, কালিবাড়ি বাজার সহ প্রতিটি বাজারই মসলার বাড়তি দাম জানা গেছে।

জানা গেছে, গত এক সপ্তাহে জিরা, এলাচ ও লবঙ্গ, দাড়চিনি মতো মসলার দাম বাড়িয়ে দিয়েছে। অথচ এসব মসলা প্রতিটি ব্যবসায়ীর ঘরে মজুদ আছে বলে জানায় ক্রেতারা। বর্তমানে প্রতি কেজি মসলা ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। সিরাজগঞ্জে প্রতিটি বাজারে এখন ছোট এলাচ প্রতি কেজি ৪ হাজার টাকা,বড় এলাচ প্রতি কেজি ৩ হাজার ২০০ টাকা, লবঙ্গ এক হাজার ৪০০ টাকা, জিরা ৮০০ টাকা, গোল মরিচ ৮০০ টাকা, দারচিনি ৬০০ টাকা, হলুদের গুড়া ৫০০ টাকা, কালোজিরা প্রতি কেজি সাড়ে ৩০০ টাকা, তেজপাতা ১৫০ টাকা, আদা ২৪০ টাকা, কাচামরিচ ১৫০ থেকে ১৬০ টাকা, পেয়াজ ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানায় ক্রেতা এবং বিক্রেতা।

সিরাজগঞ্জ বড় বাজারের মসলা ক্রেতারা হামিদা বেগম জানায়, কোরবানিতে মসলার চাহিদা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি থাকে। সেই চাহিদা পুঁজি করে সিরাজগঞ্জ শহর সহ জেলার প্রতিটি বাজারে ব্যবসায়ীরা মসলাজাতীয় পণ্যের দাম বাড়িয়েছে।

মসলা বিক্রেতা খোকন সরকার বলেন, মহাজনেরা মসলার দাম বৃদ্ধি করায় আমরা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। তাই এর প্রভাব পড়েছে জেলার বাজারে। সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম।

কাচাবাজারের মসলা ব্যবসায়ী শ্যামল দত্ত বলেন, আন্তর্জাতিক বাজারে কিছু কিছু মসলার দাম বেড়েছে। তাই এখানেও দাম বেড়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোরবানি ঈদ,সিরাজগঞ্জ,মসলার দাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close