চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
লাঠি ও ভাতিজার হাত ধরে ভোট দিলেন ৯২ বছরের ইউনূস
ভোলা-৪ চরফ্যাশন-ও মনপুরা আসনের মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে লাটিতে ভর করে ও ভাতিজার হাত ধরে ভোট দিলেন ৯২ বছর বয়সের বৃদ্ধ ইউনূস। বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের সাকুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন তিনি।
বৃদ্ধ ইউনূস ওই ওয়ার্ডের বাসিন্দা মৃত সৈয়দ আহাম্মেদের ছেলে।
ইউনূস বলেন, বয়স প্রায় শেষ এবং অনেক দিন ধরে আমি অসুস্থ। ঠিকমতো হাঁটা-চলা করতেও পারি না। তিনি ভাবলেন জীবনে শেষ বারের মতো উপজেলা নির্বাচনে পছন্দের প্রার্থীকে ও সমাজের অবহেলিত মানুষের জন্য ভাবে এমন একটা ব্যক্তিকে ভোট দিবেন। তাই লাঠি ভর করে ভাতিজার হাত ধরে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি।
ভাতিজা শহিদ বলেন, ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার। তার চাচা শেষ বয়সে নিজের পছন্দের প্রার্থীকে একটা ভোট দিতে এসেছেন। তা ছাড়া তিনি প্রতিটি নির্বাচনেই ভোট দিয়ে থাকেন। এখন অসুস্থ তাই বয়সের ভারে ক্লান্ত হওয়ায় তিনি তাকে হাত ধরে ভোটকেন্দ্রে নিয়ে এসেছেন।
জানা যায়, চরফ্যাশন ও মনপুরা এ দুই উপজেলায় ৩টি পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুই উপজলায় ২৬টি ইউনিয়নের ১৫৫টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্টুভাবে হয়েছে। তা ছাড়া দুইটি উপজেলায় পুলিশ ও আনসার সদস্য ছাড়াও কাজ করেছে র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, পুলিশ বাহিনীর সদস্যরা। দুইটি উপজেলার একটি পৌরসভা সহ ২৬টি ইউনিয়নে ৩১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলেন।
পিডিএস/আরডি