মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি

  ০৪ জুন, ২০২৪

মাধবপুরে নির্বাচন

জয়-পরাজয়ের নির্ধারণ হবে চা-শ্রমিকের ভোটে

ছবি: সংগৃহীত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রার্থীদের জয়-পরাজয়ের নিয়ন্তা হবে চা শ্রমিক ভোটার। উপজেলায় চা বাগান রয়েছে ৫টি। এসব বাগানে প্রচার শেষ করেছে প্রার্থীরা। বুধবার (৫ জুন) ভোটগ্রহণ হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে।

ইসি সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলা ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ঘটিত। মোট ভোটার ২ লাখ ৭৩ হাজার ১৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ৩৩৪, মহিলা ভোটার ১ লাখ ৩৩ হাজার ৮৫৭ জন। ৫টি চা বাগানে মোট ভোটার ১৬ হাজার ৮৩ জন।

ইসি সূত্রে আরো জানা যায়, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী লড়াই করছেন। তারা হলেন, উপজেলার বর্তমান চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান (ঘোড়া), জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম (আনারস) ও উপজেলা আওয়ামী লীগের নেতা হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের সমর্থনে প্রার্থী সৈয়দ হাবিব উল্লাহ সূচন (শালিক পাখি)।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান ও মাধবপুর পৌর বিএনপি সভাপতি(বহিষ্কৃত)আব্দুল আজিজ (চশমা), উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও মাধবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদ আলী (বই), জগদীশপুর জেসি স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য সৈয়দ সামসুল আরেফিন রাজীব (তালা), আসাদুজ্জামান গেন্দু (টিয়াপাখি), মুফতি সুলাইমান গাজী (টিউবওয়েল), চা শ্রমিক নেতা বাবু দিরা নায়েক ধীরু (মাইক)।

এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শেলী (ফুটবল), বিএনপি মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) সেলিনা আক্তার (কলস), জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ জোহরা রিনা (পদ্মফুল ), আসমা আক্তার চৌধুরী (সেলাই মেশিন)।

খোঁজ নিয়ে জানা যায়, এবার ভোটারদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে। উপজেলার বিপুল একটি অংশ ভোটারের অবস্থান চা বাগানে। ফলে এ উপজেলায় প্রার্থীদের প্রচারের মূল কেন্দ্র ছিল চা-বাগানগুলো। চা বাগানগুলোতে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পদচারণা, পোস্টার আর মাইকিংয়ে অন্য রকম পরিবেশ ছিল। চা বাগানের রাস্তাগুলোর দুই পাশে গাছের সারি। এসব গাছে লাগানো হয়েছে দড়ি। সেই দড়িতে ঝুলছে পোস্টার। বাগানের অলিতেগলিতে ঘুরে প্রার্থীরা চা শ্রমিকদের দিয়েছেন নানা প্রতিশ্রুতি।

ভোটাররা বলছেন, নির্বাচনে ঘোড়া ও আনারস প্রতীকের মধ্যে লড়াই হবে। তবে চা বাগান এলাকায় যে প্রার্থী বেশি ভোট নিজের পক্ষে আনতে পারবেন শেষ পর্যন্ত তিনিই বিজয়ী হবেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হবিগঞ্জ,মাধবপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close