প্রতিদিনের সংবাদ ডেস্ক
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপ
নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে, আগামীকাল ভোট
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ আগামীকাল বুধবার (৫ জুন)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবার ৫৫ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও আগের ধাপগুলোয় স্থগিত কিছু উপজেলাও যুক্ত হচ্ছে এই ধাপে।
এদিকে মঙ্গলবার (৪ জুন) রিটার্নিং অফিস থেকে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাচ্ছেন প্রিসাইডিং কর্মকর্তারা। প্রতি কেন্দ্রে কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা সর্বক্ষণ মাঠে থাকবে বলে জানা যায়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ- চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায় বুধবার নির্বাচন। দুটি উপজেলায় মোট প্রার্থী ২২ জন। বাঁশখালীতে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে লোহাগাড়ায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।
যশোর: সদর উপজেলা পরিষদ নির্বাচনে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ২১৯টি কেন্দ্রে ৬ লাখ ৭ হাজার ৭৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে মোট প্রার্থী ১৫ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন ৫ জাহার ৪৮৭ জন। এছাড়া ২১৯টি কেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। এসব কেন্দ্রে অতিরিক্ত অস্ত্রধারী পুলিশ নিয়োজিত থাকবে।
বগুড়া: বগুড়ার শেরপুর, ধুনট এবং নন্দীগ্রাম উপজেলা পরিষদের নির্বাচন হবে। তিন উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
ধুনট উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী রয়েছেন। শেরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নন্দীগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ এবং নারী ভাই চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাবুগঞ্জ (বরিশাল): বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ইতিমধ্যে সুষ্ঠু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস ও জেলা-উপজেলা প্রশাসন। উপজেলায় তিনটি পদে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান পদে ৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
চরফ্যাশন (ভোলা): চতুর্থ ধাপে ভোলা-৪ চরফ্যাশন আসনের চরফ্যাশন ও মনপুরা উপজেলা নির্বাচন হবে। এই দুই উপজেলায় মোট ১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চরফ্যাশনে চেয়ারম্যান পদে ৫, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া মনপুরায় চেয়ারম্যান পদে ৩, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পিডিএস/আরডি