সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ১৮ এপ্রিল, ২০২৪

সিংগাইরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

ছবি : প্রতিদিনের সংবাদ

"প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ"এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার(১৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গনে চলছে সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা।

এ উপলক্ষে বিকেল ৪ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসুর সভাপতিত্বে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা:ফারজানা বেগমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ (অস্থায়ী) চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজাউল করিম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ।

বৃহস্পতিবার ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে সেবা সপ্তাহ ও প্রদর্শনী।

এতে প্রদর্শনীর জন্য অংশগ্রহণকারী ২৩ টি স্টলের বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close