কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
উখিয়ায় ফেসবুকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণ
টেকনাফ থেকে গ্রেফতার

ফেসবুকে প্রেম, বিয়ের প্রলোভন দেখিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের ৩৬ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। জেলার টেকনাফ থানার নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন, টেকনাফ নয়াপাড়ার বাসিন্দা শাহ আমানত (১৯)।
কক্সবাজার র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল. অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
টেকনাফ থানায় করা মামলার এজাহার সূত্রে কক্সবাজার র্যাব-১৫-এর একটি আভিযানিক দল জানতে পারে, উখিয়া থানাধীন এলাকার স্কুল পড়ুয়া এক মেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এর একপর্যায়ে ৭ নভেম্বর মেয়েটিকে বেড়াতে নিয়ে বিয়ের প্রলোভনে টেকনাফের একটি হোটেলে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
বিষয়টি অবহিত হওয়ার পর থেকে মামলার আসামিকে গ্রেফতারের জন্য র্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় র্যাব গোপন সংবাদের ভিত্তিতে মামলার একমাত্র আসামিকে টেকনাফ থানার নয়াপাড়া এলাকায় আত্মগোপনে অবস্থান করছেন বলে জানতে পারেন।
সোমবার (২০ নভেম্বর) রাতে ওই খবরের ভিত্তিতে র্যাব-১৫-এর দল ওই এলাকায় অভিযান চালিয়ে শাহ আমানতকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতার শাহ আমানতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পিডিএস/এএমকে