সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২৩

সিংগাইরে সাংবাদিককে হুমকি ইউপি মেম্বারকে ইউএনওর তলব

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ইউপি মেম্বারের হুমকিতে ব্যাখ্যা তলব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপন দেবনাথ।। আগামী ৭ কর্মদিবসের মধ্যে ওই মেম্বারকে স্বশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও। অভিযুক্ত মিজানুর রহমান ধল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার ও ধল্লা-লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর দৈনিক ভোরের কাগজ পত্রিকার লাইভ ও প্রিন্ট ভার্সনে “ ফোনালাপ ফাঁস , মুক্তিযোদ্ধার সনদ বানানোর কথা বলে যুব মহিলালীগ নেত্রীর অর্থ বানিজ্য” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের জেরে অভিযুক্ত নেত্রী সালেহা জাহানের ছোট ভাই মিজান মেম্বার সাংবাদিক মাসুম বাদশাহকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর ওই সাংবাদিক সিংগাইর থানায় জিডি করেন। জিডির সত্যতা পেয়ে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেন।

এদিকে, গত ৯ নভেম্বর সাংবাদিক মাসুম বাদশাহর দায়ের করা আরেকটি আবেদনের প্রেক্ষিতে ওই মেম্বারকে ব্যাখ্যা তলব করেন ইউএনও।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকগঞ্জ,সিংগাইর,হুমকি,জিডি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close