লালমনিরহাট প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২৩

বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যা

ছবি: প্রতীকি

লালমনিরহাটের আদিতমারীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠা আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতার পাড় গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধর্ষণের অভিযোগ সইতে না পেরে তিনি আত্মহত্যার করছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, এক মাস আগে চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমর বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয়। তবে মামলা হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। মঙ্গলবার সকালে পরিবারে লোকজন ঘরের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বৃদ্ধের নামে ধর্ষণের অভিযোগ থাকার বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লালমনিরহাট,আত্মহত্যা,ধর্ষণের অভিযোগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close