গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কসাইকে কুপিয়ে হত্যা, লাশ মিলল জমিতে
গাজীপুরে এরশাদ আলী (৩৬) নামে এক মাংস বিক্রেতা (কসাই) দেহ থেকে এক হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া উত্তরপাড়া এলাকার পরিত্যক্ত একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরশাদ আলী চট্টগ্রামের পাহাড়তলী থানার সরইপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে।
এরশাদের স্ত্রী শিলা বেগম ও স্বজনরা জানান, বাসন থানার নলজানি গ্রামে স্বপরিবারে ভাড়া থেকে কসাইয়ের কাজ করতেন এরশাদ। সোমবার বিকেলে (৫টার দিকে) বাসা থেকে বের হন তিনি। রাত গভীরেও ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। ওই রাত ২টার দিকে খবর পান কে বা কারা তার স্বামীকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্য করে লাশ পরিত্যক্ত জমিতে ফেলে গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, নিহতের কুনই থেকে ডান হাতের নিচের অংশ বিচ্ছিন্ন ছিল। এ ছাড়া ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশও ছিল প্রায় বিচ্ছিন্ন, দুই বগলের নিচে গভীর ক্ষত রয়েছে। ঘটনাস্থল থেকে একটি টেঁটা ও দুই জোড়া সেন্ডেল উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, হত্যার শিকার যুবক নেশাগ্রস্ত ও বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। কোনো ব্যক্তিদের সঙ্গে শত্রুতার জেরে তার সহযোগীরা এ হত্যাকান্ডের ঘটনা ঘটাতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিডিএস/আরডি