কনক দেব, শিবগঞ্জ (বগুড়া)

  ২১ নভেম্বর, ২০২৩

শিবগঞ্জে আ. লীগের দলীয় মনোনয়ন চান হাফ ডজন নেতা

ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনে আওয়ামী লীগের ৭ নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকায় দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের দ্বিতীয় দিনে শিবগঞ্জের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা হলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুল হক, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবাশ্বার হোসেন স্বরাজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজু ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ফকির। বিষয়টি প্রার্থীরা নিশ্চিত করছেন।

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহার উদ্দীন শিবলী নির্বাচন বিষয়ে বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের দাবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিককে দলীয় প্রার্থী করা হোক। তৌহিদুর প্রার্থী হলে বিপুল ভোটে জয়লাভ করবে। তবে অন্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেলে নিজ নিজ জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বগুড়া,শিবগঞ্জ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close