বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল
আ.লীগের ৮ ও তৃণমূল বিএনপির একজ মনোনয়নপত্র সংগ্রহ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে অংশ নিতে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনেছেন ৮ জন। এছাড়া তৃণমূল বিএনপির মনোনয়নপত্র একজন কিনেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত দলীয় সূত্রে এই তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ, কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা, বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব হাওলাদার, জেলা আওয়ামী লীগের সদস্য হাসিবুল আলম তালুকদার। এ ছাড়াও আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য জোবায়দুল হক রাসেল, উপ-কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সদস্য মেজর (অব.) ফিরোজ খাননুন ফরাজী, ছাত্রলীগের সাবেক নেতা রাশেদুল হক শুপ্ত।
এদিকে তৃণমূল বিএনপির প্রার্থী হতে মসিউল আলম ওরফে কায়েস মাহমুদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
পিডিএস/আরডি