ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরইয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সরকারি খাস জমিতে নির্মিত প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) উপজেলার সানোড়া ইউনিয়নের কালামপুর বাজারে এ উচ্ছেদ অভিযান হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী।
সরেজমিনে জানা গেছে, উপজেলার ভালুম আতাউর রহমান খাস স্কুল অ্যান্ড কলেজের আওতাভুক্ত জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা দোকানপাট নির্মাণ করে ভোগদখল করছিল। কলেজ কর্তৃপক্ষ ওই সম্পত্তি নিজেদের বলে দাবি করে প্রতিটি দোকানমালিকদের নোটিশ প্রদান করেন। এতে দোকানমালিকরা কোনো সাড়া দেয়নি। পরে ইউএনওকে জানানো হয়।
- কলেজ কর্তৃপক্ষ ওই সম্পত্তি নিজেদের বলে দাবি করে দোকানমালিকদের নোটিশ প্রদান করেন।
- কোনো নোটিশ না দিয়ে অভিযান চালিয়ে দোকান-পাট ভেঙে দেওয়া হয়েছে বলে জানান দোকানমালিকরা।
দোকান মালিক গিয়াস উদ্দিন ও আতিকুর রহমান বলেন, ‘ আমাদের আগে কোনো নোটিশ দেননি ইউএনও। হঠাৎ করে এ অভিযান চালিয়ে আমাদের দোকান-পাট ভেঙে দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ আমাদের কোনো নোটিশ প্রদান করেননি।’
কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘কিছু লোক প্রতিষ্ঠানের জায়গা দখল করে রেখেছিল। একাধিকবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়েছে।কিন্তু তারা কোনো সাড়া দেননি। তাই প্রশাসন এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের জায়গা দখলমুক্ত করেন।’
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জকী এ বিষয়ে বলেন, দোকানমালিকরা অবৈধভাবে কলেজের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। কলেজ কর্তৃপক্ষ বারবার নোটিশ প্রদান করলেও তারা জায়গার দখল ছাড়েনি। সেজন্য মোবাইলকোর্ট পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
পিডিএস/আরডি