শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি
পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা স্বামীর
চাঁদপুরের শাহরাস্তিতে পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এ হত্যার কথা জানায় শাহরাস্তি থানা পুলিশ। এর আগে, ১৭ নভেম্বর শাহরাস্তির সুরসই এলাকায় গৃহবধূ রিনা বেগম (২৫) খুন হন। এ ঘটনায় ৫ জনকে আসামি করে রিনার বাবা বিল্লাল হোসেন শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা করেন।
এদিকে, রিনা হত্যা মামলার ৪৮ ঘণ্টায় স্বামী হাবিবুর রহমান প্রকাশ খোকনকে (৪৫) আটক করেছে থানা পুলিশ। গত সোমবার উপজেলার টামটা উত্তর ইউনিয়নের পরাণপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ওইদিন সন্ধ্যায় এ ঘটনায় প্রেস কনফারেন্স করে শাহরাস্তি থানা পুলিশ।
সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল রিজওয়ান সাঈদ জিকো জানান, গত ১৭ নভেম্বর শাহরাস্তির সুরসই এলাকায় গৃহবধূ রিনা বেগম (২৫) খুন হওয়ার পর থেকে জেলা পুলিশ সুপারের নির্দেশে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার ৭২ ঘণ্টা ও মামলার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিবুর রহমান খোকনকে আটক করে শাহরাস্তি থানা পুলিশ।
রিজওয়ান সাঈদ জিকো আরো জানান, গত ২ মাস আগে হাবিব রিনা বেগমকে বিয়ে করে। বিয়ের পর গত ১৭ অক্টোবর রিনা তার স্বামী হাবিবুর রহমানকে কোনো কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এক মাস পর ১৭ নভেম্বর রিনা তার স্বামীর বাড়িতে ফিরে এলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাবিব উত্তেজিত হয়ে ছুরিকাঘাত করে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। হাবিবের স্বীকারোক্তি অনুযায়ী রিনার ব্যবহার করা ফোন উদ্ধার করা হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খাইরুল আলম, শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ।
পিডিএস/আরডি