নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
নবাবগঞ্জে
বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫ জনকে সাজা
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৫ জনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২০ নভেম্বর) রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম। সাজাপ্রাপ্তরা হলেন, নুর মোহাম্মদ ( ৪২), সুকন মনি (৪৫), রাহাত খন্দকার (৫২), আমীনুল ইসলাম (৪৭), মো. নয়ন মিয়া ( ৩২)।
জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার ছোট বক্সনগর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে নুর ও সুকনকে আটক করে তাদেরকে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। এদিকে বিনা লাইসেন্সে কেবল টেলিভিশন নেটওয়ার্ক ব্যবসা করার অপরাধে উপজেলার দিঘিরপাড়, বর্দ্ধনপাড়া ও আগলা দক্ষিণ চৌকিঘাটায় অভিযান চালিয়ে রাহাত, নয়ন ও আমিনুলকে আটক করা হয়। পরে রাহাতকে ১৫ দিন, নয়নকে ১০ দিন ও আমিনুলকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হালিম। এ অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হালিম বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পিডিএস/আরডি