নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২৩

নবীগঞ্জে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইর এলাকা থেকে ৯২ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার (২০ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেপ্তার আসামি হলেন, নবীগঞ্জ সদর ইউনিউনের গুজাখাইরের বাসিন্দা রিপন মিয়া (৩০) এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিরা হলেন, ইনাতগঞ্জ ইউনিয়নের স্বস্থীপুর গ্রামের সাহেব আলী ও গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের কাউছার আহমেদ (৪৬)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলীর দিকনির্দেশনায় একদল পুলিশ পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে। ওসি মাসুক আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিদের হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হবিগঞ্জ,নবীগঞ্জ,গুজাখাইর,মাদক,গ্রেপ্তার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close