
ঢাকা-কক্সবাজার ট্রেনের আগাম টিকিট বিক্রি পেছাল

প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় পিছিয়ে গেল ঢাকা-কক্সবাজার বাণিজ্যিক ট্রেনের আগাম টিকিট বিক্রি। মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে এই রুটের আগাম টিকিট বিক্রির কথা ছিল।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় মঙ্গলবার থেকে টিকিট বিক্রি করা সম্ভব হচ্ছে না। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটের প্রথম ট্রেনের নামকরণ করা হয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। পরবর্তীতে চালু হবে আরো ৭ জোড়া আন্তঃনগর ও কমিউটার ট্রেন।
কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হচ্ছে ১ ডিসেম্বর থেকে। প্রথম দিন থেকে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলবে এই রুটে। সে মোতাবেক ভাড়াও নির্ধারণ করা হয়েছে।
গত ১৩ নভেম্বর ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেনের ভাড়ার তালিকা প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। প্রকাশিত তালিকাতে দেখা যায়, ঢাকা থেকে কক্সবাজার যেতে সর্বনিম্ন ভাড়া লাগবে ১২৫ টাকা আর মেইল ট্রেনে লাগবে ১৭০ টাকা। শোভন চেয়ারে ৫০০ ও এসি বার্থে (ভ্যাটসহ) পড়বে ১ হাজার ৭২৫ টাকা।
পিডিএস/মীর