জামালপুর প্রতিনিধি
জামালপুরে শিক্ষকদের দুর্নীতিবিরোধী সভা
জামালপুরে স্কুল-কলেজের প্রধানদের নিয়ে দুর্নীতি প্রতিরোধে সভা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজে এ সভার আয়োজন করা হয়।
সভা উদ্বোধন করেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল। ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এসআইএম মাহান ইয়ারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচকের বক্তব্য দেন, দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহের উপ-পরিচালক মোহা. আবুল হোসেন।
এ ছাড়া ময়মনসিংহ শিক্ষাবোর্ডের উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামান, ক্রীড়া অফিসার আব্দুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. দিদারুল ইসলাম ও দুর্নীতি দমন কমিশন জামালপুর সম্মনিত কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহাসহ জমালপুর জেলার সরকারি-বেসরকারি স্কুল এন্ড কলেজের ৪৫ জন প্রধানরা উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন ইউনাইটেড স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মো. কাওসার হাওলাদার। বক্তারা দুর্নীতি প্রতিরোধে ধর্মীয় মুল্যবোধ, রাজনীতিক ব্যক্তিদের সদিচ্ছা থাকাসহ বাস্তব জীবনে সৎ থাকার আহবান জানান সকলকে।
পিডিএস/এএমকে