বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বাউফলে আ.লীগের মনোনয়ন কিনলেন সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮ বারের মতো মনোনয়ন ফরম সংগ্রহ এবং জামা দিলেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি। সোমবার (২০ নভেম্বর) সকালের দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এবং দুপরের দিকে জমা দেন।
এ সময় পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এমপি আ.স.ম ফিরোজ ১৯৭৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ৭ বার এই আসন থেকে জনগনের ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও দলীয় মনোনয়ন পাবার ব্যাপারে জোর আশাবাদী বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়াল বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ ।
পিডিএস/এএমকে