মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০২৩

মনোহরদী

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

ছবি: প্রতিদিনের সংবাদ

নরসিংদীর মনোহরদীতে অধ্যক্ষর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার (১৯ নভেম্বর) উপজেলার চরসাগরদী আলিম সিনিয়র মাদরাসা প্রাঙ্গনে অধ্যক্ষ আবদুর রহিমের বিরুদ্ধে এ মানববন্ধন হয়।

শিক্ষার্থীরা জানায়, অধ্যক্ষ আবদুর রহিম ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন। কিছুদিন আগে আলিম ক্লাসে প্রবেশ করে এক ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন। এসময় ওই ছাত্রী ক্লাস থেকে বেরিয়ে যায়। এভাবে প্রতিনিয়ত বিভিন্ন ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ অধ্যক্ষ্যের বিরুদ্ধে। এসব ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাহবুবুর রহমান জামিলের কাছে লিখিত অভিযোগ দেয়। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে এ মানববন্ধন করে তারা।

এ বিষয়ে জানতে মাদ্রাসায় গেলে অধ্যক্ষ আবদুর রহিমকে পাওয়া যায়নি। পরে একাধিকবার তার মোবাইল ফোনে কল করলেও সাড়া মেলেনি।

সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘কয়েকদিন আগে ভূক্তভোগী চার শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।’

মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা মো. শহিদুর রহমান বলেন, ‘ওই অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ শুনেছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নরসিংদী,মনোহরদী,যৌন হয়রানি,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close