বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০২৩

ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

ছবি: প্রতিদিনের সংবাদ

যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় গৃহবধূ সখিনা বেগম (৩৯) মারা গেছেন।রবিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ট্রাক টার্মিনাল এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সখিনা কীর্তিপুর গ্রামের খোকন হোসেনের স্ত্রী।

স্বজনরা জানিয়েছেন, ঘটনার সময় সখিনা বেগম রেললাইন পার হচ্ছিলেন। এ সময় খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যশোর,ঝিকরগাছা,ট্রেন,ধাক্কা,মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close