জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর
নদীভাঙনে রাস্তা বিলীনের শঙ্কা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ-হলিকোনা বাজারের একমাত্র রাস্তা নদীভাঙনে বিলীন হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। এ রাস্তা ভেঙে গেলে যোগাযোগের ক্ষেত্রে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। এতে বিপাকে পড়বে ১০টি গ্রামের হাজারো বাসিন্দা।
জানা যায়, হাওররক্ষা বাঁধের ওপর ইট সলিং করে জনসাধারণ চলাচল করেন। এই বাঁধ নির্মাণের ফলে উপজেলার বাগময়না, গন্ধর্ব্বপুর, স্বজনশ্রী, বাউধরনের প্রায় হাজারো পরিবার প্রতি বছর বন্যার ক্ষতি থেকে রক্ষা পায়। এছাড়া এই বাঁধের ওপর দিয়ে ১০টি গ্রামের বাসিন্দারা যাতায়াত করে। বিগত দশ বছর ধরেই এই রাস্তটি ঝুঁকিপূর্ণ।
সরেজমিনে দেখা যায়, বাগময়না গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরকারী কমিউনিটি ক্লিনিকসহ শতাধিক বাড়িঘর ও ফসলি জমি হুমকির মুখে রয়েছে। চলাচল বন্ধ হয়ে যাবে।
- স্থানীয়রা জানান ভাঙনরোধে স্থায়ী কোনো পদক্ষেপ দেখা যায়নি সরকারি সংশ্লিষ্ট দপ্তরের।
- আরেকটি বাঁধ নির্মাণের আশ্বাস স্থানীয় ইউপি চেয়ারম্যানের।
স্থানীয় বাসিন্দারা জানায়, রানীগঞ্জ ইউনিয়ন ও চিলাউড়া হলদিপুর ইউয়িনের বাগময়না, আটহাল, খাগাউড়া, স্বজনশ্রী, বাউধরন, সালদিকাসহ বেশ কয়েকটি গ্রামের যোগাযোগের জন্য একমাত্র রাস্তা বাগময়না গ্রামের রাস্তা। কিছু দিন আগে এই গ্রামের সাবেক চেয়ারম্যানের বাড়িসহ আশেপাশের কয়েকটিবাড়ি নদীভাঙনে বিলীন হয়ে যায়। কিন্তু বাঁধের ভাঙনরোধে স্থায়ী কোনো পদক্ষেপ দেখা যায়নি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম জানান, গত কয়েক দিন আগে বাগময়না গ্রামের সড়কে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় মেম্বারসহ নদী ভাঙনের স্থান পরিদর্শন করেছেন। এ রাস্তার একটু দূরে আরেকটি বাঁধ নিমার্ণ করা হবে। যাতে করে রাস্তাসহ হাওর রক্ষায় সড়কটি কাজে লাগে। অল্প দিনের মধ্যে কাজ শুরু করতে পারবেন বলে আশা করেন তিনি।
পিডিএস/আরডি