ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে যুবলীগের দুপক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১
ঝালকাঠিতে আধিপত্য বিস্তারে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন আহতের ঘটনা ঘটে। রবিবার (১৯ নভেম্বর) সকালে আহত মিলনের স্ত্রী সৈয়দা মারিয়া আক্তার বাদী হয়ে মামলা করেন।
জানা যায়, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল নয়টার দিকে শহরের পোস্ট অফিস সড়কে অবরোধ বিরোধী মোটরসাইকেল মহড়ার সময় যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলনসহ সাতজন গুরুতর আহত হয়। পরে মারিয়া আক্তার বাদী হয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির ও যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর কামাল শরীফসহ ৩৯ জনের নামে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত আরো ১২০জনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে গ্রেপ্তার করেছে। মামলার আসামিদের বেশিরভাগই যুবলীগের নেতাকর্মী বলেও জানায় পুলিশ।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, যুবলীগের দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পিডিএস/আরডি