শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০২৩

শ্রীপুরে বিদ্যালয়ে আগুন দুর্বৃত্তের

ছবি: প্রতিদিনের সংবাদ

গাজীপুরের শ্রীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বহর আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল করিম।

প্রধান শিক্ষক জানান, রাত ৩টার দিকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ঘটায়। পরে ফজরের নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা টের পেয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় একটি শ্রেণিকক্ষের বেঞ্চ ও ২টি ফ্যান পুড়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি তাৎক্ষণিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন জানান, প্রধান শিক্ষকের কাছে আগুনের কথা জেনেছি। তবে কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুনের সূত্রপাত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ে আগুনের বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,শ্রীপুর,বিদ্যালয়,আগুন,দুর্বৃত্ত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close