পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
পার্বতীপুরে ট্যাংকলরী বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ২
দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ওয়েল্ডিং করার সময় ট্যাংকলরী বিস্ফোরণে রতন (৩৮) নামে এক শ্রমিক মারা গেছেন। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
শ্রমিক রতন বাড়ি দিনাজপুর সদর শেখপাড়া রেলগেটের আবু কালামের ছেলে। আহতরা হলেন, মিথুন পরিবহনের সুপারভাইজার বাদশা (৩৮) ও রতনের সহকারী নাহিদ (১৬)।
মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে (দিনাজপুর হ-৪১০০১১) একটি ট্যাংকলরী কেন্দ্রীয় বাস টার্মিনালের রতন ওয়ার্কসপে ওয়েল্ডিং করার সময় বিকট শব্দে লরিটির বিস্ফোরন ঘটে। এ সময় লরটির ম্যানহোলের ঢাকনা উড়ে যায়। সামনের গ্লাস ভেঙ্গে ছিটকে পড়ে চারপাশে। লরিটির পাশে থাকা মিথুন পরিবহনের একটি বাস আংশিক ক্ষতিগ্রস্থ্য হয়। আহতদের স্থানীয় মেডিকেল হাসপাতালে নেয়ার পর রতনকে আশংকাজনক অবস্থায় ওই রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রতন মারা যান। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান তিনি।
পিডিএস/এস