ফেনী প্রতিনিধি
১৯ নভেম্বর, ২০২৩
ফেনীতে মালবাহী কাভার্ডভ্যানে আগুন

ছবি: প্রতিদিনের সংবাদ
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ফেনী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ‘ডায়মন্ড কার্গো সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানের কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কার্টনভর্তি মালামাল নিয়ে ছেড়ে এসেছিল। রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিস কর্মকর্তারা আগুন লাগার খবর পান এবং ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে কাভার্ডভ্যানের সামনের অংশ পুড়ে যায় এবং ভেতরে থাকা মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
পিডিএস/আরডি
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন