ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশনের বেবাইজ্যা খাল
খালে বাঁধ দিয়ে মাছ চাষ, থমকে আবাদ-যোগাযোগ

ভোলার চরফ্যাশনে চরমানিকা ইউনিয়নের বেবাইজ্যার খালে বাঁধ দিয়ে মাছচাষের ঘের নির্মাণের কারণে ৩ হাজার একর কৃষিজমি আবাদ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি তিনটি গ্রামের দুই শতাধিক মাছধরা ট্রলার এবং জনসাধারনের পণ্য পরিবহনে নৌ যোগাযোগ থমকে গেছে। গুরুত্বপূর্ণ খালটি বাঁধ দিয়ে অবরুদ্ধ করার ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা এই বাঁধ অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছে।
সরেজমিনে জানা যায়, দক্ষিণের মেঘনা নদীতে পতিত এই ‘বেবাইজ্যার খাল’ চরমানিকা ইউনিয়নের চরহাসিনা, চরখরচি, চরআইচার ওপর দিয়ে বয়ে গেছে। বেড়িবাঁধে পানির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য এককপাটের একটি স্লুইসগেট দেওয়া আছে। খালের দুপাশে কোনো রাস্তা না থাকায় স্থানীয় মানুষ খালটিকে পণ্য পরিবহনের নৌরুট হিসেবে ব্যবহার করছে। পাশাপাশি এই খালটি দুই পাশের ৩ হাজার একর জমির চাষে পানির উৎস হিসেবে কাজে লাগছে।
- ৩ হাজার একর জমি আবাদ নিয়ে শঙ্কা
- বাঁধ অপসারণে ইউএনওর কাছে লিখিত অভিযোগ
- তরমুজ চাষের সুবিধায় খালে বাঁধ দেওয়া হয়েছে, বলছেন ইউপি সদস্য
দুই পাশের বসতি ও কৃষক মহসিন আবদুল্লাহ, রফিকুল ইসলাম ও জেলে বাবুল হোসেন জানান, খালের মাছচাষের জন্য সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান খালটির মাঝ অংশে দুই প্রান্ত থেকে দুটি বাঁধ দিয়ে মাছচাষের জন্য ঘের নির্মাণ শুরু করেছেন। ফলে খালের পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে করে চলতি মৌসুমে প্রায় ৩ হাজার একর জমির চাষ যেমন অনিশ্চিত হয়ে গেছে। তেমনি খালের দুই পাশের কয়েক হাজার কৃষক পরিবারের পণ্য পরিবহন এবং স্থানীয় ইলিশ শিকারে নিয়োজিত ট্রলারসমূহের নিরাপদ আশ্রয় ও আসা যাওয়া বন্ধ হয়ে গেছে।
সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুল মান্নান বলেন, তরমুজ চাষের সুবিধার জন্যই স্থানীয় চরমানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে খালে বাঁধ দেওয়া হয়েছে।
চরমানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল্যাহ হাওলাদার বলেন, তরমুজ চাষের জন্য খালে বাঁধ দেওয়া হয়েছে। এতে কিছু জেলের ট্রলার চালনায় সমস্যা হবে। এই সমস্যা মেনে নিতে জেলেদের অনুরোধ করেছি। পাশাপশি স্থানীয়দের চলাচল এবং পণ্য পরিবহনের জন্য খালপাড়ে রাস্তা করে দেওয়ার কথাও বলেছি।
লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক জানান, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দক্ষিণ আইচা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান জানান, খালের বাঁধ এলাকা পরিদর্শন করে দ্রুত পানি উন্নয়ন বোর্ডের এই খালের বাঁধ অপসারণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পিডিএস/আরডি