ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০২৩

মাটি সরে গিয়ে ঝুঁকিতে সেতু

ফুলপুরের রামসোনা-বাইশকাহনিয়া রাস্তায় মালিঝি নদী থেকে বের হওয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু।-প্রতিদিনের সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে তলার মাটি সরে গিয়ে ঝুলে আছে একটি সেতু। সেতুর কাছাকাছি থেকে খাল খনন করায় এর নিচের মাটি সরে গেছে অভিযোগ উঠেছে। সেতুটির অবস্থান উপজেলার রামসোনা-বাইশকাহনিয়া রাস্তায় মালিঝি নদী থেকে বের হওয়া খালের উপর। ওই সেতুর স্থানে নতুন সেতু নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের।

জানা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে এক বছরের ধরে বিপজ্জনকভাবে ঝুলে থাকা এ সেতু ২০১৮-১৯ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়। সেতু নির্মাণের পর পরই নতুন করে খালটি খনন করা হয়। ফলে খালটি আরো গভীর হয়ে যাওয়ায় তলার পাটাতনের মাটি সরে গিয়ে শূন্যতা সৃষ্টি হয়। অতিরিক্ত চাপ পড়ায় এর উভয় প্রান্তে ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় সেতুটি যে কোনো সময় ধসে পড়ার ঝুঁকি রয়েছে। অথচ এই সেতু দিয়ে ছোট ছোট যানবাহনসহ হাজার হাজার মানুষের যাতায়াত করতে হচ্ছে।

বাইশকাহনিয়া গ্রামের বাসিন্দা তজিম উদ্দিন বলেন, সেতুর কাছাকাছি থেকে খালটি খনন করার কারণে এর নিচের মাটি সরে গেছে। যে কোনো সময় এটি ভেঙে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। শীঘ্রই একটি নতুন সেতু নির্মাণ করা দরকার।

একই গ্রামের রুহুল আমিন বলেন, সেতু নির্মাণের আগে তাদেরকে নৌকায় পারাপার করতে হতো। সেতুটি পুরোপুরি ভেঙে গেলে তাদের যাতায়াতে দুর্ভোগ নেমে আসবে। বর্তমানে সেতুর উপর দিয়ে ভারী যানবাহন করার সময় সেতু কাঁপতে থাকে। মালামাল নামিয়ে বিকল্প পন্থায় পার করতে হয়।

ছনধরা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সেতুটি নির্মাণের আগে বাইশকাহনিয়া গ্রামটি বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এটি নির্মাণের পর জনসাধারণ যাতায়াতে সুবিধা ভোগ করে আসছে। তবে এটি ভেঙে পড়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে স্থানীয় এলজিইডি অফিস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসসহ সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।

ফুলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার বলেন, আমি সেতুটি ইতোমধ্যে পরিদর্শন করেছি। এটির কাছাকাছি খাল খননের কারণে নিচের মাটি সরে গিয়ে সেতুর এমন অবস্থা হয়েছে। এ ব্যাপারে প্রতিকারের জন্য স্থানীয় এলজিইডি অফিসকে অবহিত করা হয়েছে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহের ফুলপুর,সেতু,খাল খনন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close