সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি, ভোগান্তি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঁকা রাস্তায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি জমে যায়। এমন দৃশ্য দেখা গেছে উপজেলার সরকারি অন্নদা স্কুল মোড়ের তিন দিকের সড়কে। পানিতে ডুবে থাকা সড়কের পথচারি ও যানবাহন গর্তে পড়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, এলাকার খাল-পুকুর ভরাট হওয়ার কারণে জলাবদ্ধতা স্থায়ী হচ্ছে। এলাকার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জলাবদ্ধতার কারণে আশপাশের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি কম। তাদের যাতায়াতে কষ্ট হয়। রাস্তায় গাড়ি চলাচল করতে চায়না। স্কুল-কলেজ ও মাদরাসার কোমলমতি শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষের কষ্ট করে চলাচল করছেন। আর এই পানি দিয়ে চলাফেরা করার কারণে অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
সরাইল সদরের ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, সরকারি জায়গা (খাল) ও কালভার্ট দখল করেছে স্থানীয় একটি শক্তিশালী চক্র। তারা ওই ড্রেনে ময়লা আবর্জনা ফেলে নিয়মিত। ফলে ড্রেনগুলোর ভেতর দিয়ে পানি নিষ্কাশন বাধাঁগ্রস্ত হয়। আর তখনই সড়ক তলিয়ে যায় বৃষ্টির পানিতে।
সরাইল উপজেলার (এলজিইডি) প্রকৌশলী মো. আনিছুর রহমান জানান, পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় এমনটা সৃষ্টি হয়েছে। যত দ্রুত সম্ভব ড্রেনেজ ব্যবস্থা করা হবে।
পিডিএস/এস