চর রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০২৩

সরে দাঁড়তে দেরি হওয়ায় মারধর, গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

কুড়িগ্রামের চর রাজিবপুরে দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে সড়তে দেরি হওয়ায় শ্বশুর-শাশুড়ি ও ও দেবরের মারধরে তাসলিমা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বিয়ের ১০ বছরেও সন্তান না হওয়ার জেরে তাকে প্রায়ই মারধর করা হতো।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মারধরে উপজেলার সদর ইউনিয়নের বদরপুর এলাকায় ওই গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় তার সৎ শাশুড়ি সালেহা খাতুনকে (৪০) আটক করেছে পুলিশ।

শ্বশুর রহিজল হক (৪৮), সৎ শাশুড়ি সালেহা খাতুন ও দেবর সানোয়ারের (২০) মারধরে তাসলিমা বেগমের মৃত্যু হয়। ১০ বছর আগে মুকুল হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তাসলিমার।

তাসলিমার দেবরের স্ত্রী মোমেনা খাতুন জানান, বিয়ে হওয়ার ১০ বছরেও কোনো সন্তান না হওয়ায় মাঝেমধ্যেই তাসলিমাকে শ্বশুর বাড়ির লোকজন শারীরিক নির্যাতন করত। তিনি বলেন, ‘আমারও তিন বছর হলো বিয়ে হয়েছে, আমাকেও নির্যাতন করে। তারা একটু ত্রুতি পেলেই নির্যাতন করে।’

প্রতিবেশী লাল মিয়া ও আব্দুল লতিফ বলেন, তাসলিমার স্বামী কাজ করতে যখনই ঢাকায় যান, তখনই অত্যাচার-নির্যাতন শুরু করে দেয় তার সৎ শাশুড়ি, শ্বশুর ও দেবর। এমনভাবে মেয়েটাকে মেরেছে যে মরেই গেছে। তারা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

প্রত্যক্ষদর্শী মরিয়ম আক্তার বলেন, দাঁড়িয়ে থাকা তাসলিমাকে দেবর সানোয়ার সরে যেতে বলার পর একটু দেরি হয়েছিল। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সৎ শাশুড়ি গিয়ে তাছলিমাকে লাথি ও কিল-ঘুষি মারতে শুরু করে। পরে তাকে শ্বশুর ও দেবর এলোপাতারি পেটায়। তাসলিমাকে রক্ষায় এগিয়ে গেলে তাকেও মারতে আসে। পরে পাড়াপ্রতিবেশি এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চর রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিউল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের দাগ ছিল।’

চর রাজিবপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘বদরপুর এলাকায় এক গৃহবধূ হত্যার ঘটনায় শাশুড়িকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।’

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গৃহবধূর মৃত্যু,সরে দাঁড়তে দেরি হওয়ায় মারধর,,মারধর,কুড়িগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close