হিলি (দিনাজপুর) প্রতিনিধি
নবাবগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
দিনাজপুরের নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দুটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের পুটিহারা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পুটিহারা গ্রামের মৃত আ. কাদেরের ছেলে বেলাল মিয়া (৫৫) লিজ নিয়ে দীর্ঘ দিন ধরে ওই দুটি পুকুরে মাছ চাষ করে আসছেন। তিনি একজন ভালো মনের মানুষ। কে বা কারা বিষ প্রয়োগ করেছে। একটি মানুষের এভাবে ক্ষতি করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত মাছ চাষি বেলাল মিয়া বলেন, দুটি পুকুরের প্রায় তিন লাখ টাকার মাছ ছিলো। আর কয়েক দিন পর মাছগুলো বাজারে বিক্রি করার কথা ছিলো। সকালে স্থানীয়দের খবর পেয়ে পুকুরে এসে দেখি মাছগুলো মরে ভেসে আছে। কিন্তু পুকুরে বিষ দেওয়ায় কারণে আমারা অনেক টাকার ক্ষতি হয়েছে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
পিডিএস/এএমকে