লামা (বান্দরবান) প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০২৩

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫ হাজার গাছ কাটল প্রতিপক্ষ

লামায় কেটে ও উপড়ে ফেলা গাছের একাংশ।-প্রতিদিনের সংবাদ  

বান্দরবানের লামায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দুই ভাইয়ের বাগানের বিভিন্ন প্রজাতির প্রায় ৫ হাজার গাছ উপড়ে ও কেটে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি বনপুর রাজাপাড়া এলাকায়।

ক্ষতিগ্রস্ত ছাগ্য মার্মা সাংবাদিকদের অভিযোগ করে বলেন, জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ মোহাম্মদ হোসেন মামুনরা এ কাজটি করেছেন। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জায়গা জবর দখল চেষ্টার হাত থেকে রক্ষা ও গাছ উপড়ে বিনষ্টের প্রতিকার চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৮৫ নম্বর সাঙ্গু মৌজা হেডম্যান চম্পট মুরুং জানান, অংক্যহ্লা মার্মা ও ছাগ্য মার্মার সৃজিত বাগানের গাছ উপড়ে ও কেটে ফেলার খবর পেয়ে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছি। এ সময় দেখা যায় প্রতিপক্ষের লোকজন দুই সহোদরের সৃজিত বাগানের ৫ হাজার গাছ উপড়ে ও কেটে দিয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।

সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোহাম্মদ হোসেন মামুন বলেন, বন্দোবস্ত মূলে ওই জায়গা আমাদের। তবে গাছের চারা আমরা নষ্ট করিনি। এ বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত আমাদের ফাঁসাতে এ চক্রান্ত।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, অংক্যহ্লা মার্মা ও ছাগ্য মার্মার সৃজিত বাগানের গাছ কেটে ও উফড়ে ফেলার ঘটনায় কেউ অভিযাগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বান্দরবানের লামা,গাছ উপড়ে ও কেটে নষ্ট,বনপুর রাজাপাড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close