শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০২৩

শত বছরের নবান্ন উৎসবে মাছ মেলা

বগুড়ার শিবগঞ্জে নবান্ন উৎসব উপলক্ষে বসেছে হরেক রকম মাছের মেলা।-প্রতিদিনের সংবাদ

নবান্ন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উথলি, মোকামতলা ও মহাস্থানগড়ে হয়েছে একদিনের মাছের মেলা। গতকাল শনিবার এ মেলা বসে। ২০০ বছর ধরে এই মেলা হচ্ছে বলে জানা গেছে।

জানা যায়, বাজারে দেশের বিভিন্ন জেলা থেকে আসা বড় বড় বিভিন্ন রকমের মাছের পসরা সাজিয়ে বছরে শুধু একদিনের জন্য এই মাছের মেলা বসে। নবান্ন শস্যভিত্তিক একটি ঐতিহ্যবাহী লোকজউৎসব শস্যোৎসব। কৃষিভিত্তিক অর্থনীতির গ্রামবাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যেসব আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। দেশের সব ধর্মীয় জনগোষ্ঠীর কাছে এ উৎসব একটি সার্বজনীন উৎসব। বাংলা মাসের ৩ অগ্রাহায়ণ বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনে নবান্ন উৎসব পালন করে থাকে।

মাছ ব্যবসায়ী শিহাব মুকুল, পুলক, প্রহলাদরা জানান, তারা প্রতি বছর বাংলা ৩ অগ্রহায়ণ এই উথলি মাছের মেলায় বেচাকেনা করেন। মেলায় আগের দিন রাত থেকেই মাছ আসতে শুরু করে। মেলায় বেচাকেনা হয় ভোর থেকে দুপুর পর্যন্ত। তারা জানান, গেলোবার করোনার কারণে ব্যবসা ভালো না হলেও এবার বেচাকেনা মোটামুটি ভালো।

মাছ কিনতে আসা কাব্য দেব, কান্তি দেব, রবিন্দ্র পাল, উৎপল মোহন্ত, তিতাস, জাহাঙ্গীর, সোহেল জানান, অনেকদিন থেকে এই এলাকায় সব স¤প্রদায়ের মানুষ প্রতিবছর এই নবান্ন উৎসব পালন করে থাকে। মেলায় আসা রুই কেজিপ্রতি ৬০০-৭০০, কাতল ৫০০-৬০০, বোয়াল ৫৫০-৬৫০, ব্রিগেট ৩০০-৪০০ টাকা। এছাড়া, বিভিন্ন রকম দামের মাছ বেচাকেনা চলছে।

একদিনের এই মেলায় লক্ষ্যণীয় ব্যাপার ক্রেতা-বিক্রেতাদের হাটের খাজনা, গাড়িপার্কিংয়ে বেশি টাকা নেওয়াসহ বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে একাধিক অভিযোগ পাওয়া যায় মেলা আয়োজন কমিটির বিরুদ্ধে। অটোরিকশা পার্কিং ৩০, মোটরসাইকেল ৫০, কার ১০০, মাইক্রো ২০০ টাকা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই উৎসব সম্পর্কে শিবগঞ্জ উথলি মাছ মেলা কমিটির ইজারাদার আজিজুল প্রতিদিনের সংবাদকে বলেন, বাংলার ইতিহাস-ঐতিহ্যের অংশ হিসেবে প্রতিবার সুশৃঙ্খলভাবে বছরের এই অগ্রহায়ণ মাসে নবান্ন উপলক্ষে একদিনের মাছের মেলা হয়ে আসছে। এলাকার মেয়ে জামাই, আত্মীয়-স্বজনদের মাছ দিয়ে আপ্যায়ন করা হয়। মেলায় খাজনা বেশি নেওয়ার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ইজারাদার কোনো সদুত্তর দিতে পারেনি।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বগুড়ার শিবগঞ্জ,নবান্নে মাছের মেলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close