ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০২৩

ফকিরহাটে ৫ কেজি ৪০০ গ্রাম গাজা জব্দ, গ্রেপ্তার ১

ছবি: প্রতিদিনের সংবাদ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে ৫ কেজি ৪০০ গ্রাম গাজা জব্দ সহ মো. আল-আমিন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল শনিবার সকালের দিকে তাকে মামলা দিয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। গ্রেপ্তার আল-আমিনের বাড়ি খুলনার রূপসা উপজেলার আইচগাতী গ্রামে।

র‌্যাব জানান, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কেনা বেচায় জড়িত আল-আমিনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে থাকা ৫ কেজি ৪০০ গ্রাম গাজা জব্দ করে। গতকাল শনিবার সকালে র‌্যাব-৬ এর বিজিবি ওয়ারেন্ট কর্মকর্তা মো. আল-এমরান বাদী হয়ে আল-আমিনের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, আসামিকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাগেরহাটের ফকিরহাট,গাজা জব্দ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close