চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর, ২০২৩
ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি মোড়ে মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী এনামুল হক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।
এনামুল হক একই উপজেলার চকঘোড়াপাখিয়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের আহম্মাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বহলাবাড়ি মোড়ে মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটির যাত্রী এনামুল হক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই ট্রাক ও চালক পলাতক রয়েছে। আইনি ব্যবস্থা নিয়ে পরিবারে মরদেহ হস্তান্তর করা হবে।
পিডিএস/এএমকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন