বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
ব্রেন টিউমারে আক্রান্ত রিফাত বাঁচতে চায়
পাবনা সাঁথিয়া উপজেলার ঝালমুড়ি বিক্রেতা আরিফ হোসেনের ছেলে রিফাত (১৩)। সে করমজা ইউনিয়নের ৩৬ নম্বর পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছাত্র। রিফাতের ব্রেনে টিউমারের সৃষ্টি হয়েছে ও ব্রেনে ইনফেকশন। অপারেশন ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয়।
জানা গেছে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক ও ব্রেন রোগ বিশেষজ্ঞ ডা. তাহরিমা মোস্তারীকে দেখানো হয়। তিনি জানান, রিফাতের ব্রেনে টিউমারের সৃষ্টি হয়েছে ও ব্রেনে ইনফেকশন। জরুরি ভিত্তিতে শিশুটিকে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
সরেজমিনে জানা গেছে, রিফাত টাকার অভাবে চিকিৎসাহীন অবস্থায় শুয়ে আছে বিছানায়। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচারের জন্য ৩ থেকে ৪ লাখ টাকা দরকার। এত টাকা জোগাড় করার সামর্থ্য তার পরিবারের নেই।
রিফাতের বাবা আরিফ হোসেন বলেন, ‘একদিন ঝালমুড়ি বিক্রি না করলে আমার সংসার চলে না। বাবা হয়ে দিনরাত ছেলের কান্নাকাটি আর সহ্য করতে পারছি।’
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ আলম বলেন, ‘আমাদের উপজেলা প্রশাসনের সমাজসেবা অধিদপ্তর থেকে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করা হবে।’
চিকিৎসায় সহযোগিতা করতে যোগাযোগ করুন- ০১৭৮৪-৮৯৯১২০, ০১৭০৯-০১০৬৪০
পিডিএস/আরডি