প্রতিদিনের সংবাদ ডেস্ক
সড়কে ঝরল ৬ প্রাণ
সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশা উল্টে দুই পুলিশ সদস্য, জেলার সালথায় ট্রাকচাপায় যুবক, চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাংক কর্মকর্তা ও গাজীপুরের কালিয়াকৈরে রেডি মিক্সার গাড়ির চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশা উল্টে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য। নিহত দুই পুলিশ সদস্য হলেন, ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ও কনস্টেবল নাসির হোসেন। আহতরা হলেন, কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন ও মিথোয়াইচিং মারমা। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম বলেন, খবর পেয়ে স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজ চালায়।
এদিকে, ফরিদপুরের সালথায় ট্রাকচাপায় নজরুল ইসলাম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার দরগাগট্টি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল সালথা উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মৃত আজাহার মাতুব্বরের ছেলে।
হাটহাজারী ( চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে সাইফুল আলম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মুন্সির মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি খন্দকিয়া গ্রামের নুর আলমের ছেলে। তিনি এক্সজিম ব্যাংক নাজিরহাট শাখার সহকারী কর্মকর্তা। হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্হলে ছুটে যাই। এরমধ্যে উপস্থিত লোকজন নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পল্লী বিদুৎ এলাকায় বৃহস্পতিবার বিকেলে রেডি মিক্সার গাড়ির চাপায় নিরব ও জুবায়ের নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন, মানিকগঞ্জের শিবালয়ে গোয়ালতলা গ্রামের মাসুদ রানার ছেলে নিরব হোসেন (১৮)। অপরজন হলেন, সিরাজগঞ্জের কামারখন্দের চরদুকাকান্দি গ্রামের শরিফ হোসেনের ছেলে জুবায়ের (১৬)। তারা দুজনই উপজেলার মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
পিডিএস/আরডি