অনলাইন ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৩
টেকনাফে মাটির দেয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজারের টেকনাফে মাটির দেয়াল চাপায় একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত গভীর রাত ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার পানিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি ওসমান গণি।
তিনি জানান, স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়েছি মাটির দেয়াল চাপা পড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা পৌঁছলে বিস্তারিত খবর পাওয়া যাবে।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন