ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২ মাস ধরে টিকার সংকট ব্রাহ্মণবাড়িয়ায়
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ মাস ধরে চলছে টিকার সংকট। শিশুদের একটি টিকা পেলেও আরেকটি মিলছে না। তবে জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের দাবী সরবরাহের কারণে কয়েকদিন টিকার সংকট ছিলো। এখন সরবরাহ স্বাভাবিক। জেলায় প্রায় ৯১ হাজার শিশু টিকা গ্রহণের লক্ষ্যমাত্রায় রয়েছে।
নাটাই উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভাটপাড়া গ্রামের টিকাদান কেন্দ্রটিতে ২ মাস ধরেই টিকা সরবরাহ ছিলো না। টিকা না পেয়ে অনেকে শহরে যান। বুধবার (১৫ নভেম্বর) টিকা নিতে সেখানে অনেকে ভীড় জমান।
কেন্দ্রটির স্বাস্থ্য সহকারী সুজাতা খানমও টিকা সরবরাহ না থাকায় অনেকে ফিরে গেছেন বলে জানান।
তিনি বলেন, ২ মাস ধরে টিকা নেই। আজকে (বুধবার) গ-১ থেকে শুরু হয়েছে। পেন্টা, পিসিবি ছিলোনা ২ মাস যাবৎ। যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেকে এসে জবাবদিহি করেন টিকা নাই কি কারণে। ২/৩ মাস ধরে টিকা পাই না। তবে এমআর-১ ও ২ ছিলো। ১০/১৫ মাসের বাচ্চারা টিকা পেয়েছে।
তবে জেলার সিভিল সার্জন ডাক্তার মো. একরামুল্লাহ টিকা সরবরাহ এখন স্বাভাবিক জানিয়ে বলেন, বিগত ১ মাস কোথাও কোথাও ভ্যাকসিনের কিছু ঘাটতি ছিলো। আশা করি এই ঘাটতি সময়ের জন্যে বাচ্চাদের কোনো অসুবিধে হবে না। ইপিআই টিকা কার্যক্রমের আওতায় ১০টি রোগ প্রতিরোধক টিকা দেওয়া হয়। এটি শূন্য থেকে ২৩ মাস বয়সী বাচ্চাদের দেওয়া হয়। জেলায় মোট ৯১ হাজার শিশু টিকার লক্ষ্যমাত্রায় রয়েছে। ঢাকা থেকে সরবরাহে ঘাটতি ছিলো বলে জানান তিনি। তবে গত ৭ নভেম্বর আমরা পর্যাপ্ত ভ্যাকসিন পেয়েছি। বর্তমানে ইপিআই মাইক্রো প্ল্যান অনুযায়ী ইউনিয়ন-ওয়ার্ডে টিকা কার্যক্রম চলছে।
পিডিএস/এএমকে