এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
১৬ নভেম্বর, ২০২৩
আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি
বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে রহিত উদ্দীন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
নিহত রহিত উপজেলার বশিকোড়া গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, বুধবার রাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন আদমদীঘির গাদোঘাট গ্রাম এলাকায় পৌঁছলে মানসিক ভারসাম্যহীন রহিত রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় কাটা পড়েন। এতে শরীর থেকে মাথা, হাত ও পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পিডিএস/এএমকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন